জায়নবাদি ইসরাইল vs বাকশালী আওয়ামিলীগ
লিখেছেন লিখেছেন Md Arif ২৩ জুলাই, ২০১৪, ০২:১৫:১৭ দুপুর
অতি সম্প্রতি আকাশচুম্বি বিষ্ময়
নিয়ে লক্ষ করলাম
যে জায়নবাদি ইসরাইলের
সাথে বাংলাদেশ আওয়ামিলীগের অভূতপুর্ব
মিল রয়েছে। এই মিল থাকার
বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্য।এদের
মোধ্যে মিল থাকার বিষয়টি হল উভয়ের
আচরনগত।
যেমন:-
ইসরাইল ফিলিস্তিনিদের উপর যখনই চড়াও
হয় তাদের প্রধান
টার্গেটে থাকে ফিলিস্তিনের শিশুরা।
কারন
হিসেবে ইসরাইলিরা বলে থাকে "যেহেতু
আজকের শিশুরাই 'হামাসের' আগামীদিনের
যোদ্ধা, সুতরাং আজকে ফিলিস্তিনের
একটি শিশুকে হত্যা করা আর অনাগত
আগামীর একজন যোদ্ধাকে হত্যা করা, উভয়ই
সমান"
অপরদিকে আওয়ামিলীগের ক্ষেত্রেও
দেখাযায় যে, যখনই তারা কারও
বিরুদ্বে চড়াও হয় তখনই তারা ছলে, বলে,
কৌশলে শিবিরকে তাদের প্রতিপক্ষ
বানিয়ে নেয়।
এবং তারা সবচেয়ে বেশী নির্যাতন
করে শিবিরকে। কেননা তারা বিশ্বাস
করে যে "শিবির
যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অচিরেই
তাদের গড়া অসত্যের মসনদ
মাড়িয়ে দিয়ে শিবির
ঘোষনা দিবে 'যা'আল হাক্কু ওয়াযাহাকাল
বা'তিল, ইন্নাল বা'তিলা কা'না যাহু'কা'।
তাই আজকের একজন শিবিরকে হত্যাকরার
অর্থ হল অনাগত আগামীর এক একজন
বিপ্লবী, এক একজন সত্যের সিপাহশালা'র
কে হত্যাকরা। সর্বোপরি এর মাধ্যমে অসত্য
আর মিথ্যার উপর প্রতিষ্ঠিত ক্ষমতার
মসনদকে দির্গায়িত করার
বৃথাচেষ্টা করা মাত্র"।
কিন্তু আমরা দিপ্ত কন্ঠে বলে দিতে চাই,
মানবতার বিরুদ্বে চক্রান্তকারীরা কখনই
সফল হতে পারবে না।
ইতিহাস সাক্ষী 'মিশরের ফারাও তার
অসত্যের মসনদ রক্ষা করার জন্য ৪০হাজার
শিশুকে হত্যা করেছিল! কিন্তু তার শেষ
রক্ষা হয়নি।'
সুতরাং আজকের জায়নবাদিরা আর
বাকশালিরা তাদের অসত্যের
মসনদকে টিকিয়ে রাখার জন্য যত লক্ষ-
কোটি বনি আদমই হত্যা করুকনা কেন শেষ
রক্ষা তাদের হবেনা। ইনশাআল্লাহ।
বিষয়: রাজনীতি
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন